বান্দরবানে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে কামাল হোসেন নামে একজনকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ অরুণ পাল।
বান্দরবানের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভিকটিম কদর বানুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। এছাড়া আসামিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিত কামাল হোসেন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বি ডিগ্রিখোলা এলাকার দুলা মিয়ার ছেলে।
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় ২০১৯ সালের ১ নভেম্বর রাতে এই হত্যাকান্ড সংগঠিত হয়। ভিকটিমের ভাই আকবর হোসেন বাদী হয়ে লামা থানায় মামলা করেন।
আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আলমগীর চৌধুরী এবং আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন নাজমুল ইসলাম।