ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ ও সেনা বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বিকালে সমন্বিত এ অভিযানে অংশ নেয় ডিএমপি’র মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, ট্রাফিক দারুসসালাম এবং দারুসসালাম থানা।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা যাচাই এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করার জন্যই এ অভিযান।
অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ‘আহাদ পরিবহন এবং ‘আসাদ পরিবহন’ কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া সংশ্লিষ্ট পরিবহনের মাধ্যমে পরিশোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়ম রোধে ডিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে।