রাঙামাটির বাঘাইছড়িতে টানা ভারি বর্ষণে পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় খাগড়াছড়িসহ দেশের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল।পরে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের দুই ঘন্টার প্রচেষ্টায় মাটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর টানা বর্ষণের ফলে সড়কে মাটি জমে যায়। এতে ভোর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কের একটি স্থানে পাহাড় ধস হয়েছে। মাটি সরিয়ে যান চলাচল সচল করার কাজ চলছে। জেলার অন্যান্য সড়ক স্বাভাবিক রয়েছে।’
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, ‘সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিস একযোগে ধসের মাটি সরানোর কাজ করেছে। ঘণ্টাখানেকের মধ্যে সড়ক চলাচলের উপযোগী হয়ে ওঠে।’
দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, দীঘিনালার আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শনিবার রাত থেকে খাগড়াছড়িতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে চেঙ্গি ও মাইনি নদীসহ বিভিন্ন খালে পানি বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। একই সঙ্গে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।