বাংলাদেশের উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, বিবিসি, সিএনএন, সিঙ্গাপুরের স্টেটস টাইমস, দ্য হিন্দু, দ্য ডন এবং রয়টার্সসহ বিশ্বের প্রায় সব গণমাধ্যম এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে খবর দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সংবাদটি প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দিয়েছিল বার্তা সংস্থাটি। পরে সেই সংখ্যা ১৯ বলে জানানো হয়। আর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ঢাকায় বিমান দুর্ঘটনায় এখন পর্য ন্ত ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে দুর্ঘটনাকবলিত বিমান সর্ম্পকে বলা হয়, এফ-৭ বি জিআ ই হচ্ছে চীনের চেংডু জে-৭/এফ-৭ বিমান পরিবারের চূড়ান্ত এবং সবচেয়ে উন্নত সংস্করণ। বাংলাদেশ ২০১১ সালে ১৬টি বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছিল এবং ২০১৩ সালের মধ্যে বিমানগুলো সরবরাহ করা হয়। এই যুদ্ধবিমানটি সোভিয়েত মিগ-২১ এর লাইসেন্স-ভিত্তিক সংস্করণ, যা তার নির্ভরযোগ্যতা এবং বহুমুখী সক্ষমতার জন্য পরিচিত।
‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত’ শিরোনামে খবর প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি।
পাকিস্তানের আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য ডন’ ‘ঢাকায় কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত’ শিরোনামে সংবাদ প্রকাশে করেছে।
ভারতের গণমাধ্যম, ‘দ্য হিন্দু’ লিখেছে, ‘বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত।’
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন তাদের শীর্ষ সংবাদে ‘বাংলাদেশের কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১৯’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ১৯ শিক্ষার্থী নিহত ও ৫০ জন আহতের সংবাদ প্রকাশ করেছে।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
এ ছাড়াও মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে এক্সপ্রেস, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের এই বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।