বাংলাদেশি হাজিদের মৃত্যু ৩৮-এ পৌঁছেছে

টাইমস রিপোর্ট
2 Min Read
বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ যাত্রীরা। ফাইল ফটো, বিমান বাংলাদেশ

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালের হজে গিয়ে মোট ৩৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১১ জন নারী।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, সর্বশেষ গতকাল শুক্রবার (২১ জুন) মারা গেছেন নাটোরের সিংড়ার মোছা. ফিরোজা বেগম (৬৩) ও সিরাজগঞ্জের রায়গঞ্জের মোছা. ফাতেমা খাতুন (৪৪)।

পোর্টালের তথ্য অনুসারে, মৃত্যুবরণকারী হাজিদের মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন এবং আরাফায় মারা গেছেন একজন।

২০২৫ সালের হজযাত্রীদের মধ্যে প্রথম মৃত্যুর খবর আসে ২৯ এপ্রিল—রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)-এর মৃত্যু দিয়ে। এরপর একের পর এক মৃত্যুর খবর আসে কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঢাকা, জামালপুর, নীলফামারী, চট্টগ্রাম, গাজীপুর, চাঁদপুর, জয়পুরহাট, মাদারীপুর, নওগাঁ, নোয়াখালী, গাইবান্ধা, সিরাজগঞ্জ, লালমনিরহাট, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা ও সিলেটসহ বিভিন্ন জেলার হাজিদের মধ্যে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট যাত্রা করে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে প্রথম ফ্লাইট চলাকালেই।

এদিকে, হজ শেষে হাজিদের দেশে ফেরার কার্যক্রমও শুরু হয়েছে। প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় পৌঁছায় ১০ জুন সকাল ১০টা ৫৪ মিনিটে, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’-এর মাধ্যমে। এ পর্যন্ত (২১ জুন দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত) মোট ৪০ হাজার ৫২০ জন হাজি দেশে ফিরেছেন।

আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে হজযাত্রীদের দেশে ফেরার প্রক্রিয়া।

চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হয় গত ৫ জুন। সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি এজেন্সির মাধ্যমে লাখো মুসল্লি সৌদি আরবে গিয়ে হজ পালন করেন। প্রবল গরম ও ভ্রমণজনিত শারীরিক কষ্টসহ নানা কারণে প্রতিবছরই কিছু হাজির মৃত্যু ঘটে। তবে এ বছর তুলনামূলকভাবে মৃত্যুর সংখ্যা কিছুটা বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট হজ মিশন নিহতদের জন্য দোয়া কামনা এবং হাজিদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *