বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোনো দেশপন্থী, কোনো বাদপন্থী বা কোনো শক্তির আর জায়গা দেশে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলনের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশে আবারো নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই দেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোনো দেশপন্থী, কোনো বাদপন্থী কোনো শক্তির আর জায়গা হবে না।’
এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোনো আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না, যোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল আগস্টের ৫ তারিখে আমাদের যেই স্বপ্ন ছিল আরেক আগস্ট আসতে চলেছে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই।’
১৯৪৭ সালের বিরোধী আকাঙ্ক্ষা, ৭১ এর স্বাধীনতার আকাঙ্ক্ষা, ২৪ এর মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিববাদের প্রশ্নে এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’