বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন—পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিরা ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)।
তাদের মধ্যে সিদ্দিক মোল্লা ও নুরজাহান বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়, হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে এবং শুক্লা ঢালী নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, গত এক সপ্তাহে টানা বৃষ্টির পর রোদ ওঠায় এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এর ফলে প্রতিদিনই জ্বরের রোগী ভিড় করছেন হাসপাতালে।
আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বলেন, ‘বৃষ্টি যখন থেকে কমেছে তখন থেকেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।’
সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। মারা যাওয়া সিদ্দিক মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছিল। কিন্তু অর্থের অভাবে তার পরিবার যেতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। বিশেষ করে পাথরঘাটার অবস্থা খুবই খারাপ। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় ৬ হাজার ৯২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৩৫ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯১ জন, পাথরঘাটায় ১১ জন, তালতলীতে ১০ জন, বামনায় ১২ জন, বেতাগীতে আটজন এবং আমতলীতে তিনজন। এ বছর জেলায় এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।