বন্যার পর সাপ আতঙ্ক, ফেনীতে গৃহবধূর মৃত্যু  

টাইমস রিপোর্ট
1 Min Read
বন্যার পানিতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। ছবি: অনিক রহমান/টাইমস

ফেনীতে বন্যার পানি নামার পর দুর্গতরা ফিরতে শুরু করলেও বিভিন্ন বাড়িঘরে আশ্রয় নেওয়া নানা প্রজাতির সাপ ছড়িয়েছে আতঙ্ক।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, শুক্রবার বিকালেই পরশুরাম পৌর এলাকার সলিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে রোকেয়া আক্তার রিনা (৫০) নামে এক গৃহবধুর  মৃত্যু হয়েছে। নিহত রিনা একই গ্রামের শফিকুল ইসলাম শহীদের স্ত্রী। তার এক ছেলে দুই মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর রান্নাঘরে বিষধর সাপ ছোবল দেয় রিনাকে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেদোয়ান জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *