ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সোমবার ভোরে সমাজ মাধ্যম এক্স-এর এক পোস্টে বলেছেন, ‘ইসরায়েল যদি এখনই তাদের “অবৈধ আগ্রাসন” বন্ধ করে, তাহলে ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই।’
বিবিসির ব্রেকিং নিউজে বলা হয়,আরাগচি স্পষ্ট করে বলেন, ‘ইসরায়েলকে তেহরান সময় ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করতে হবে — যা ইতোমধ্যেই পেরিয়ে গেছে।’ তিনি লেখেন, ‘ইরান বারবার স্পষ্ট করেছে: যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, ইরান নয়।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো “চুক্তি” হয়নি। তবে যদি ইসরায়েলি শাসন এখনই ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর প্রতিক্রিয়া চালিয়ে যেতে আগ্রহী নই।’
তিনি শেষ বক্তব্যে জানান, ‘আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’
একদিন আগেই তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার জেরে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইসরায়েল-ইরান যুদ্ধের ১২তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির ঘোষণা দেন।