বক্স অফিসে বড় ধাক্কা খেলো ‘ওয়ার ২’

টাইমস রিপোর্ট
2 Min Read

হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’ ২০২৫ সালের অন্যতম আলোচিত ছবি হিসেবে মুক্তি পেয়েছিল। ১৪ অগস্ট মুক্তির দিনেই ছবিটি সাড়ে ৫২ কোটি আয় করে বক্স অফিসে ঝড় তোলে। যা সকলকে কার্যত চমকেই দিয়েছিল। হৃতিক রোশন-জুনিয়র এনটিআরের যুগলবন্দি, চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্য এবং অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনা— সব মিলিয়ে ছবিটিতে যেন হিট হওয়ার সমস্ত উপাদান মজুতই ছিল।

তবে সেই আশার মেঘে দ্রুতই ছায়া পড়ে। সপ্তাহ ঘুরতেই ছবির আয় হ্রাস পেতে শুরু করে। সপ্তম দিনে ছবিটি মাত্র ৭ কোটি ৭৯ লাখ টাকা আয় করে, যা ছিল উদ্বেগজনক ভাবে সর্বনিম্ন। ৪০০ কোটির বিশাল বাজেটের তুলনায় প্রথম সপ্তাহের মোট আয় মাত্র ১৯২ কোটি ছাড়াতে পারেনি, যা নির্মাতাদের জন্য এক বড় ধাক্কা।

বিশেষ করে তেলুগু ভার্সনে ছবির পারফরম্যান্স একেবারেই আশানুরূপ নয়। দক্ষিণী দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ডিস্ট্রিবিউটর নাগা ভামসি বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন। এই ব্যর্থতা ঘিরে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে, তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকেই সরে দাঁড়াচ্ছেন।

তবে সেই গুজবে নিজেই জল ঢালেন নাগা ভামসি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘আমাকে নিয়ে গল্পের বন্যা… কিন্তু সেই সময় এখনও আসেনি। সিনেমার জন্য, সিনেমা হলে, অন্তত ১০-১৫ বছর বাকি আছে। দেখা হবে #MassJathara-তে, খুব শীঘ্রই।’ এই বার্তা থেকে স্পষ্ট, তিনি এখনই সিনেমা ছাড়ছেন না।

এদিকে, ছবির ব্যর্থতা নিয়ে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। শোনা যাচ্ছে, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, ছবির ব্যর্থতা হয়তো তাদের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলেছে। যদিও হৃতিক এখনও পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং সহ-অভিনেত্রী কিয়ারা আডবাণীকে ফলো করছেন, তবু এই আনফলো-পর্ব ঘিরে জল্পনা থামছে না।

‘ওয়ার ২’ প্রমাণ করে, বড় বাজেট, বড় তারকা, এবং ভিএফএক্সের ঝলক থাকলেই সাফল্য নিশ্চিত হয় না। গল্প, আবেগ, এবং দর্শকদের সঙ্গে সংযোগ— এই তিনটি উপাদানই শেষ পর্যন্ত সিনেমার ভাগ্য নির্ধারণ করে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *