ভিন্নমত, তথা আওয়ামী লীগের বই পোড়ানোর নিন্দা করলেন অর্থনীতিবিদ, অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, ‘বই এর মান যাই থাকুক, বিষয় যাই হোক, মতের মিল থাকুক বা না থাকুক, শত্রু লিখুক বা মিত্র লিখুক বই নিয়ে কর্মসূচি একটাই হতে পারে, সেটা হলো- বই পড়া! কোনোভাবেই বই পোড়ানো নয়!!’
বুধবার রাতে সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।
এর আগে সোমবার দুপুরে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরি কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীসহ প্রায় চার শতাধিক আওয়ামী লীগের বিভিন্ন ধরনের বই বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা।
তারা জানান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ওই সরকারের চিহ্ন মুছে ফেলা হয়।
তবে জেলা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরিতে ছিল শেখ মুজিব ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও অসংখ্য বই। পরে কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে লাইব্রেরি খুঁজে প্রায় চার শতাধিক বই বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।