ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফিউনারেল প্যারেড ও জানাজা আয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন।
ফিউন্যারেল প্যারেড একটি সামরিক বা আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা, যা সাধারণত সামরিক কর্মকর্তাদের মৃত্যুর পর অনুষ্ঠিত হয়।
তৌকির ইসলাম ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে।
সোমবার দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ নিয়োজিত যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন এবং দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত হয়েছেন।
মর্মান্তিক এই ঘটনার পর আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।