নানা সমালোচনার মুখে মাত্র নয় ঘণ্টার ব্যবধানে পরিবর্তন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ।
নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর হবে এই নির্বাচনের ভোট।
এর আগে বুধবার দুপুরে ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেদিন শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী। ফলে তারিখটি নিয়ে সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে রাতে নতুন তারিখের ঘোষণা আসে।
রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু ২৮ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী, বিষয়টিকে সম্মান জানিয়ে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে।’
‘শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিক্ষোভ করছিল, আমরাও তা অনুধাবন করেই এ সিদ্ধান্ত নিয়েছি।’
সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে; মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ৬ ও ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর; প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর; মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৫ সেপ্টেম্বর; প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হবে।