রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যার পরপরই একদল লোক কার্যালয়ে হামলা চালিয়ে বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে।
পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং জলকামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, গত ২৯ আগস্ট বিকালে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর রাত সাড়ে ৯টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। এরপর দলটির নেতারা বিজয়নগর কার্যালয়ে ব্রিফিং দিতে গেলে পুলিশ লাঠিচার্জ করে বলে সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত দলের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরদিন গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ে এক দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সে দিন বিকালে কাকরাইল মোড়ে একদল বিক্ষোভকারী জাতীয় পার্টির কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং সড়কে অগ্নিসংযোগ শুরু করে। পরে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাইরে চেয়ার-টেবিল বের করে আগুন লাগানোর ঘটনাও ঘটে।
জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে। সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।