ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

admin
By admin
3 Min Read
ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে ঢাবির টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল। ছবি: ফোকাস বাংলা নিউজ
Highlights
  • কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শ্লোগানে সোমবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ হতে যাচ্ছে।

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও জনতা।

‘নো স্কুল নো ওয়ার্ক’ বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষা ধর্মঘট করে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জনের পাশাপাশি দাপ্তরিক কাজও বন্ধ থাকে।

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় শিক্ষার্থীদের একটি খণ্ড মিছিল বের হয়। বেলা সাড়ে ১১টার দিকে খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভকারীরা দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নিলে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলের সামনে অবস্থান নেয় পুলিশ। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মার্কিন দূতাবাস ঘিরে রাখে। পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা।

সোমবার সকালে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংহতি সমাবেশ ও মানবন্ধন। ছবি: সংগৃহীত

সকালে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করতে দেখা যায়। মানবন্ধনে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখিয়ে শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন।

অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শ্লোগানে সোমবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ হতে যাচ্ছে।

ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানানো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে– ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (ব্র্যাকইউ), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ

যশোরে দড়াটানা চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়, যেখানে শিক্ষার্থী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চাঁদপুরে কয়েক হাজার শিক্ষার্থী হাসান আলী স্কুল মাঠ থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন। এদিন শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অঘোষিতভাবে বন্ধ ছিল।

পটুয়াখালীর ঝাউতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় চৌরাস্তা মোড়ে।

রাঙামাটিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মিছিল ও সমাবেশে অংশ নেন।

ঝালকাঠিতে ছাত্র-জনতা ফায়ার সার্ভিস মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

ঠাকুরগাঁওয়ে ইসলামী সংগঠনগুলোর ব্যানারে শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল হয়।

বগুড়ায় ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সাতমাথায় দুই ঘণ্টা বিক্ষোভ করেন।

সকল জেলায়ই ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘ইসরাইল নিপাত যাক’ ইত্যাদি স্লোগানে মুখর ছিল পরিবেশ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *