‘আশানুরূপ সাংবাদিকের’ অভাবে অন্তত দুই দফা স্থগিত হলো সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন।
শনিবার দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
‘বাংলা একাডেমি সংস্কার’ শিরোনামের এই সম্মেলন এর আগ গত বৃহস্পতিবার দুপুর ২টায় হওয়ার কথা ছিল। সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ পরে সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের কথা জানায়। দ্বিতীয় দফাতেও তাদের আয়োজন স্থগিত হয়ে যায়। তবে হাল ছাড়েনি বাংলা একাডেমি। এরপর পর্যাপ্ত সংখ্যাক সাংবাদিকের অংশগ্রহণ নিশ্চিত করেই পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন আয়োজনের চিন্তা করছে তারা।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ’সাংবাদিকদের উপস্থিতি কম থাকায় দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন স্থগিত করতে হচ্ছে। নতুন তারিখ নির্ধারণ করা হলে তা সাংবাদিকদের জানানো হবে।’

উপস্থিত সাংবাদিকরা জানান, নির্ধারিত সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক হলে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় ও বাংলা একাডেমির কর্মকর্তারা বারবার সভাকক্ষে ঢুকে সাংবাদিকদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। তা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে মোবাইল ফোনে তারা জানাতে থাকেন। এ অবস্থায় দেড় ঘণ্টা অপেক্ষা করা হলেও নতুন করে কেউ আসেননি। উপদেষ্টা তখন সংবাদ সম্মেলনে আসতে অস্বীকৃতি জানান।
সংবাদ সম্মেলন আয়োজনের পাশাপাশি বাংলা একাডেমি বিস্তর খাবারের ব্যবস্থা করেছিল। মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দেওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ‘খেয়ে যেতে’ বলেন। তার প্রস্তাব প্রত্যাখান করেন সাংবাদিকরা। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে প্রশ্ন করা নিয়ে অপ্রীতিকর অবস্থা তৈরী হয়। ঘটনার জেরে দীপ্ত টিভির বুলেটিন কয়েক ঘণ্টা বন্ধ থাকে। সেইসঙ্গে দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মিজানুর রহমান, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বী ও চ্যানেল আই অনলাইনের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। যদিও তাদের চাকরিচ্যুতির ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন ফারুকী।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলে সে সময় তুমুল বিতর্ক হয়। এর আগে ও পরে নানা ঘটনায় আলোচিত-সমালোচিত জনপ্রিয় নির্মাতা ফারুকী।