প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

টাইমস রিপোর্ট
2 Min Read
জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া আহসান—দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিন ধরে তিনি একা রয়েছেন। তিনি আবার কবে বিয়ে করছেন বা কার সঙ্গে প্রেম করছেন—সব কিছু নিয়ে ভক্তদের মাঝে রয়েছে নানান জিজ্ঞাসা। তিনি বরাবরই এসব প্রশ্নের উত্তর হেসে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, প্রথমবারের মত স্বীকার করছেন প্রেমের কথা।

সম্প্রতি কলকাতায় তার অভিনীত ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ ছবি দুটি মুক্তি পেয়েছে। ছবিগুলোর প্রচারণায় গিয়ে পত্রিকাটির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারের এ কথা জানান।

বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকা জয়া ওই সাক্ষাৎকারে সম্পর্কে থাকার কথা স্বীকার করে বিয়ে নিয়ে ভাবনাসহ ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন। জীবনে বিশেষ কেউ আছে কিনা- এমন প্রশ্নে কলকাতাভিত্তিক ওই ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে জয়া অকপটে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ তবে তিনি জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমাজগতের কেউ নন।

জয়ার ভাষ্যে, ‘আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যে কোনও সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ; আমরা সেটা পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় এসে দীর্ঘদিন কাজ করি-এসব কোনও কিছুই সে মনেও আনে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটা বড় বিষয়। আমরা দু’জনই খুব প্রাইভেট মানুষ, তাই নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

বিয়ে করছেন কবে এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা— এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’ তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন? এই প্রশ্নের উত্তরে জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। তাঁর ভাষ্যে, ‘আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।’ এটা কি অতীত সম্পর্কের তিক্ততার জন্য—উত্তরে জয়া বলেন, ‘হতেই পারে। আমারও সেটাই মনে হয়।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *