প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলীর অন্নপূর্ণা-১ পর্বত জয়

টাইমস রিপোর্ট
2 Min Read
পর্বতারোহী বাবর আলী, ছবি: ভার্টিক্যাল ড্রিমার্স, ফেসবুক পেজ থেকে নেওয়া

হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় প্রথম বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। সোমবার (৭ এপ্রিল) সকালে এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি।

চট্টগ্রামভিত্তিক পর্বতারোহীদের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বাবর আলী এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক।

অন্নপূর্ণা-১ হলো বিশ্বের দশম সর্বোচ্চ উচ্চতার পর্বত। এর উচ্চতা ৮ হাজার ৯১ মিটার। পর্বতটির চূড়ায় অভিযাত্রী বাবর আলীর সঙ্গে আছেন গাইড ফুর্বা অংগেল শেরপা।

পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত অন্নপূর্ণা-১। দুর্গম এই পর্বত জয় করতে গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর আলী। কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ অন্নপূর্ণা বেজক্যাম্পে পৌঁছান তিনি। একদিন বিশ্রাম নিয়ে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ৫ হাজার ১৫০ মিটার উঁচুতে ক্যাম্প ১-এ দুই রাত ও ৫ হাজার ৭০০ মিটার উঁচুতে ক্যাম্প ২-এ একরাত কাটিয়ে ২ এপ্রিল বেজক্যাম্পে নেমে আসেন তিনি।

বেজক্যাম্পে অপেক্ষায় থাকা বাবর আলী আবহাওয়ার পূর্বাভাসে জানতে পারেন, অনুকূল আবহাওয়া থাকবে ৬ এপ্রিল পর্যন্ত। সেজন্য ৩ এপ্রিল চূড়ার দিকে উঠতে শুরু করেন তিনি। কিন্তু ক্যাম্প ২-এ উঠতেই শুরু হয় তুষারঝড়। প্রতিকূল আবহওয়াকে উপেক্ষা করেই বাবর পৌঁছান ৬ হাজার ৫০০ মিটার উঁচুতে ক্যাম্প ৩-এ।

৬ এপ্রিল রাতে চূড়ায় আরোহণের চূড়ান্ত পদক্ষেপ (সামিট পুশ) নেন তিনি। মঙ্গলবার (৮ এপ্রিল) তার বেজক্যাম্পে ফিরে আসার কথা রয়েছে।

২০২৪ সালে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার পর্বত মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ উচ্চতার পর্বত লোৎসে জয় করেন বাবর আলী। এবার এই অভিযাত্রীর নামের পাশে যুক্ত হলো অন্নপূর্ণা-১ পর্বত জয়। তিনি পেশায় একজন চিকিৎসক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *