টাইমস অব বাংলাদেশের অনলাইন সংস্করণে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে সামিট কমিউনিকেশনস লিমিটেড।
‘বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা’ শিরোনামের সংবাদটি মঙ্গলবার প্রকাশিত হয়।
প্রতিবাদলিপিতে সামিট কমিউনিকেশনস বলেছে, ‘ আপনার পত্রিকায় ২৬/০৮/২০২৫ তারিখে প্রকাশিত “বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা” শিরোনামের সংবাদটির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। উক্ত খবরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্তের বিষয়টি উল্লেখ থাকলেও এ বিষয়ে আমরা কোনো প্রকার অবগত নই।’
‘আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ১৫ আগস্ট ২০২৪ তারিখে জারি করা পত্রের প্রেক্ষিতে নতুন শেয়ার ফি বাবদ ১০,২৪,৫২,৬৫২/- (দশ কোটি চব্বিশ লক্ষ বাহান্ন হাজার ছয়শত বায়ান্ন টাকা) ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে এবং বিটিআরসি তা গ্রহণ করেছে।’
সেখানে আরও বলা হয়, ‘সামিট কমিউনিকেশনস লিমিটেড সর্বদা দেশের প্রচলিত আইন মেনে চলেছে এবং নিয়ন্ত্রক সংস্থা, বিশেষত বিটিআরসি-এর নির্দেশনা যথাযথভাবে পালন করে এসেছে। সুতরাং, আপনার প্রকাশনায় উল্লিখিত ফি আসলে বিটিআরসি কর্তৃক পত্র প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে।’
প্রতিবেদকের বক্তব্য
দুর্নীতি দমন কমিশনের মামলার বিবরণীর বরাতে সংবাদটি প্রকাশ করা হয়, যেখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।