আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল তাদের মনোনীত প্যানেলের বাইরে থাকা সকল নেতাকর্মী প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
শনিবার ছাত্রদল ঢাবি শাখা দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদল ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী সোমবার আনুষ্ঠানিক নির্বাচনী ইশতেহার ঘোষণার আগে মনোনীত প্যানেলের বাইরে থাকা দলীয় নেতাকর্মীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য সহ-সভাপতি (ভিপি) পদে আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে শেখ তানভীর বারি হামিম এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে তানভীর আল হাদি মায়েদকে নিয়ে নির্বাচনের প্যানেল ঘোষণা করে ছাত্রদল।
এ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলার’ পদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন।
এ ছাড়া সম্পাদক পদগুলোর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের আহত ছাত্রী সানজিদা আহমেদ তন্বীর সম্মানার্থে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দিচ্ছে না সংগঠনটি। জুলাই আন্দোলনের স্পিরিট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতাকর্মীরা।