পেন্টাগনের রিপোর্ট প্রত্যাখান ট্রাম্পের, দাবিতে অনড়

1 Min Read
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হোয়াইট হাউস, এক্স
Highlights
  • ‘টাইমস এবং সিএনএন উভয়কেই জনগণ ঘৃণা করছে। যারা এই হামলা চালিয়েছে, তাদের প্রতি এ ধরনের প্রতিবেদন অত্যন্ত অসম্মানজনক।’

 

ইরানের ওপর মার্কিন হামলার ফলাফল নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের ফাঁস এবং গণমাধ্যমের ব্যাখ্যাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ভুয়া খবর সিএনএন” আর “ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস” মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্ব খাটো করে দেখাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে!’

ট্রাম্প আরও বলেন, ‘টাইমস এবং সিএনএন উভয়কেই জনগণ ঘৃণা করছে। যারা এই হামলা চালিয়েছে, তাদের প্রতি এ ধরনের প্রতিবেদন অত্যন্ত অসম্মানজনক।’

হোয়াইট হাউসের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট জানান, ‘নিখুঁতভাবে পরিচালিত’ এই অভিযানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) ভিন্ন মূল্যায়ন উঠে এসেছে। তাদের মতে, অত্যাধুনিক বি-টু স্টিলথ বোমারু দিয়ে চালানো এই হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ধ্বংস হয়নি—শুধু কয়েক মাসের জন্য ব্যাহত হয়েছে।

গোয়েন্দা তথ্যে বলা হয়, ‘ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত রয়েছে, ফলে হামলার দীর্ঘমেয়াদি কৌশলগত প্রভাব সীমিত।’

ট্রাম্প প্রশাসন এ মূল্যায়নকে প্রত্যাখ্যান করে বলছে, মূলধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ‘ভুয়া খবরের’ মাধ্যমে মার্কিন বিজয়কে ছোট করা হচ্ছে।

সামরিক কূটনীতিতে উত্তেজনার মধ্যেই এই বিতর্ক তীব্র হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *