মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় যৌথবাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সকালে রাজধানীর কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এর আগে, সোমবার গজারিয়ায় অস্থায়ী ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় জলদস্যুরা। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। প্রায় ৩০ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলা চালানো হয়। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খাল দখলকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শুভাঢ্যা খাল এলাকায় ভূমিদস্যুর সংখ্যা তুলনামূলক বেশি। তাই সবাইকে এক সাথে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভূমিদস্যুদের কঠোরভাবে দমন করা হবে এবং প্রয়োজনে তাদের এই এলাকার জেলখানাতেই রাখা হবে।’
খাল দখল ও দূষণের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এক সময় প্রাণবন্ত এই খালটি সরাসরি বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত ছিল। স্থানীয় কৃষি, মৎস্যচাষ ও নৌপথের অন্যতম প্রধান ভরসা হিসেবে ব্যবহার হতো। কিন্তু গত দুই দশকে দখল, ভরাট, অবৈধ স্থাপনা ও বর্জ্য ফেলার কারণে খালের প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। বর্ষা ছাড়া বছরের বাকি সময়ে খালটি দুর্গন্ধযুক্ত নর্দমায় পরিণত হয়।
তিনি আরও বলেন, প্রকল্পের ব্যয় ১ হাজার ৭০০ কোটি টাকা থেকে কমিয়ে ৩১৭ কোটিতে আনা হয়েছে। অর্থ সাশ্রয় ও কার্যকারিতা নিশ্চিত করতেই এ পুনঃনির্ধারণ করা হয়েছে।
জনগণের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এজন্য বাস্তবায়নের ধরন পরিবর্তন ও অপ্রয়োজনীয় খাত বাদ দেওয়ার মাধ্যমে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি।