পুলিশের চাকরি ফেরত চান ৩২১ ক্যাডেট এসআই

টাইমস রিপোর্ট
2 Min Read
বিক্ষোভরত ক্যাডেট এসআইদের একাংশ। ছবি: সংগৃহীত

প্রশিক্ষণশেষে চাকরিতে যোগদানের আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাদ পড়েছিলেন ৩২১ জন ক্যাডেট এসআই। তারা চাকরি ফেরত পেতে বিক্ষোভ করেছেন পুলিশ সদর দপ্তরের সামনে।

সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শতাধিক ক্যাডেট এসআই। তারা দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করেন।

পুলিশ মহাপরিদর্শকের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত হয়ে তাদের দাবি শুনে সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

আন্দোলনকারীরা জানান, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে গতবছর ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তাদের অব্যাহতি দেওয়া হয়। ২০২৩ সালে ৪ নভেম্বর তারা সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। পরবর্তীতে চার ধাপে তাদের বাদ দেওয়া হয়। প্রথমে ২০২৪ সালের ২১ অক্টোবর ২৫২ জনকে একযোগে বাদ দেওয়া হয় শৃঙ্খলাভঙ্গের কথা বলে। পরে প্রায় অভিন্ন অজুহাতে ৪ নভেম্বর ৫৮ জনকে এবং ১৮ নভেম্বর ৩ জনকে বাদ দেওয়া হয়। চলতি বছর ১ জানুয়ারিতে বাদ দেওয়া হয়েছে ৮ জনকে। অব্যাহতি পাওয়া ৩২১ জনের মধ্যে ৩৩ জন নারী রয়েছেন।

রবিউল ইসলাম, রুবেল চন্দ্র দাস, নুর সাদিকসহ বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের দায় দেখিয়ে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখনও আমরা জানতে পারিনি আমাদের অপরাধ কী।’

কর্মসূচি চলাকালে দুপুরে পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সেখানে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন। তারা তাকে একটি স্মারকলিপি দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। নূরে আলম আগামী ৭ দিনের মধ্যে তাদের সন্তোষজনক সমাধানের আশ্বাস দিলেকর্মসূচি প্রত্যাহার করা হয়।

এর আগে গত ৫ জানুয়ারি অভিন্ন দাবিতে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্ত শতাধিক ব্যক্তি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *