পুলিশের ওপর স্বজনদের হামলা, হাতকড়া নিয়ে পালাল আসামি

টাইমস ন্যাশনাল
1 Min Read
পালিয়ে যাওয়া কবির আহম্মদ চৌধুরী প্রকাশ। ছবি: সংগৃহীত

ফেনীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কবির আহম্মদ চৌধুরী প্রকাশ নামক এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

বার্তাসংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় আসামির সহযোগী ও স্বজনরা পুলিশের উপরে হামলা চালালে হাতকড়া নিয়েই কবির পালিয়ে যান।

হামলায় ছাগলনাইয়া থানায় কর্মরত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন— ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাফিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদার ও কনস্টেবল সুমন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘পলাতক আসামি কবির আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।’

তিনি জানান, পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার সহযোগী ও স্বজনরা পুলিশের উপরে হামলা চালালে কবির পালিয়ে যান।

‘ওই ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে’, উল্লেখ করেন ওসি।

ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে গত বছর কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সন্তোষজনক জবাব দিতে না পারায় স্থগিত করা হয় তার সাংগঠনিক পদ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *