পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ

টাইমস রিপোর্ট
2 Min Read
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ফটো
Highlights
  • একই আদালত গত ২৭ এপ্রিল পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকার একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন। এদিন ফ্ল্যাটটির দেখাশোনার জন্য একজন রিসিভার নিয়োগ চেয়ে দুদকের করা আবেদনও মঞ্জুর করা হয়েছে।

একই আদালত গত ২৭ এপ্রিল পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে গত ১২ জানুয়ারি শেখ হাসিনা, পুতুলসহ ১৮ জনকে আসামি করে মামলা হয়। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদক পৃথক ছয়টি মামলা করে।

দুদকের নথি অনুযায়ী, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে নিয়ম লঙ্ঘন করে শেখ হাসিনা নিজে, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচলে ছয়টি প্লট বরাদ্দ নেন।

আলোচিত এ দুর্নীতির মামলায় আদালত গত ১০ এপ্রিল শেখ হাসিনা, পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে পুতুলের নামে থাকা গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ চেয়ে আবেদন করেন। মঙ্গলবার আবেদনটি আদালতে উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল ইসলাম।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *