লাহোর কালান্দার্সে যোগ দিতে যাচ্ছেন সাকিবের সঙ্গে আরও এক বাংলাদেশি তারকা
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এল ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই, যখন মিরাজ বিসিবির কাছে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে একটি অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন।
জাতীয় দলের আসন্ন টি-টোয়েন্টি সিরিজগুলো থেকে বাদ পড়ায় মিরাজের সামনে আপাতত কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই। সেই সুযোগকে কাজে লাগিয়েই তিনি পিএসএলে অংশ নেওয়ার আগ্রহ দেখান। লাহোর কালান্দার্স এরই মধ্যে প্লে-অফে উঠেছে এবং আগামী বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে খেলবে নিজেদের মাঠে। তার আগে দলে মিরাজের যোগ দেওয়া দলটির জন্য বড় এক বাড়তি শক্তি হতে পারে।
শক্তিমত্তা বাড়ছে লাহোর কালান্দার্সের
বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, মিরাজের আবেদনটি দ্রুত বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে কোনো সময়সূচি না মেলায় তাকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।
“আমরা খেলোয়াড়দের উন্নতির সুযোগ দিতে চাই, তবে সেটা জাতীয় দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক না হলে,” — বলেন নাফিস।
এখন মিরাজ যোগ দেবেন তারই জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে, যিনি একদিন আগেই লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে অভিষেক করেছেন। সাকিব-মিরাজ যুগল দলটির স্পিন বিভাগকে শক্ত করবে এবং ব্যাটিং লাইনআপে অতিরিক্ত বিকল্প যোগ করবে।
মিরাজের অফস্পিন এবং লোয়ার অর্ডারে কার্যকর ব্যাটিং তাকে টি–টোয়েন্টি ফরম্যাটে একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পিএসএলে অংশগ্রহণ তার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচগুলোতেও কাজে লাগবে।
এই সিদ্ধান্তটি বোঝায়, বিসিবি এখন ধীরে ধীরে বিদেশি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণে আগ্রহী হয়ে উঠছে, যদি তা জাতীয় দলের স্বার্থের পরিপন্থী না হয়। অনেক দিন ধরেই ক্রিকেটপ্রেমীরা দেশের ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়ার পক্ষে ছিলেন। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে মিরাজ নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন, যেটি হয়তো তাকে আরও পরিণত আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে।