পিআর সিস্টেম নিয়ে অস্পষ্টতা আছে: দিলারা চৌধুরী

টাইমস রিপোর্ট
3 Min Read
পলিসি রিসার্চ অ্যান্ড স্টাডিজ ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাসিবাদ রোধে নির্বাচনী সংস্কার সংখ্যানুপাতিক পদ্ধতি কি সমাধান?’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তারা। ছবি: টাইমস

বিভিন্ন দেশে পিআর সিস্টেমে নির্বাচন হলেও আমাদের দেশের জন্য এটি একটি নতুন দাবি। দেশে পিআর সিস্টেমে নির্বাচন করতে হলে এই সিস্টেম সম্পর্কে সুষ্ঠু জ্ঞান থাকতে হবে এবং ভোটারদেরকে অবগত করতে হবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ও সাবেক চেয়ারপারসন ড. দিলারা চৌধুরী।

তিনি বলেন, ‘এই বিষয়ে যথেষ্ট স্টাডি করে মাঠে নামতে হবে। সঠিকভাবে পিআর সিস্টেমে নির্বাচন করতে পারলে বাংলাদেশকে বিগত নির্বাচনের ভয়াবহতা থেকে বাচানো সম্ভব হলেও সুষ্ঠু সিস্টেমে নির্বাচন না হলে আবারও স্বৈরাচারী ব্যবস্থার সম্মুখীন হতে হবে দেশকে।’

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পলিসি রিসার্চ অ্যান্ড স্টাডিজ ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাসিবাদ রোধে নির্বাচনী সংস্কার সংখ্যানুপাতিক পদ্ধতি কি সমাধান?’ শীর্ষক জাতীয় সংলাপ সভায় পিআর সিস্টেম নিয়ে আলোচনা করার সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘পিআর সিস্টেম কী তা নিয়ে এখনো অনেকের অস্পষ্টতা আছে। বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে এটি একটি কমপ্লেক্স বিষয়। পিআর সিস্টেমে নির্বাচন করতে হলে এটা নিয়ে যথেষ্ট স্টাডি করতে হবে। সেই সময় নির্বাচনের আগে আমাদের হাতে আছে কি না তা নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একনায়কতন্ত্র বা স্বৈরাচারী ব্যবস্থা ঠেকানোর জন্য এখন পর্যন্ত সবচেয়ে ভালো প্রস্তাব হলো পিআর সিস্টেম। কারণ, আমাদের বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা খুব খারাপ। তবে পিআর সিস্টেমে নির্বাচন করতে হলে নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ নিয়ে যে দ্বিমত আছে তা নিয়ে আলোচনা করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বাংলাদেশের জন্য মিক্সড মেম্বার পিআর সিস্টেম প্রযোজ্য দাবি করে বলেন, বাংলাদেশের ভৌগলিক ও সামাজিক অবস্থানে পুরানো পিআর সিস্টেম চলে না।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘দুই কক্ষবিশিষ্ট সংসদ হবে এবং সংসদের নিম্নকক্ষ বর্তমান নির্বাচন নিয়মানুযায়ী হবে কিন্তু উচ্চ কক্ষে পিআর চান তারা। পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য ভোটারদের সচেতন হওয়া দরকার। পাশাপাশি বিচারব্যবস্থা শক্তিশালী করাও খুব গুরুত্বপূর্ণ।’

সিটি ইউনিভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন জুলফিকার হাসান পিআর সিস্টেমের পক্ষে কথা বলার সময় বলেন, ‘পিআর সিস্টেমে নির্বাচন হলে সংসদে প্রত্যেক দলের ভারসাম্য দেখা যাবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের (বিআইআইটি) মহাপরিচালক মো. আব্দুল আজিজ, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর প্রধান নির্বাহী এনায়েত হোসাইন জাকারিয়াসহ আরো অনেকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *