সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বেশকিছু রাজনৈতিক দল যখন পিআর পদ্ধতির দাবি তুলছে, তখন সরাসরিই এই পদ্ধতিকে নাকচ করে দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিআর পদ্ধতি নিয়ে নিজের দলের অবস্থান জানালেন তিনি।
পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব হলো নির্বাচনী ব্যবস্থার একটি বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে আসন বণ্টন হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। অর্থাৎ নির্বাচনে যদি একটি রাজনৈতিক দল ১০ শতাংশ ভোট পায়, তাহলে সংসদেও তারা ১০ শতাংশ আসন নিশ্চিত করবে। এক্ষেত্রে দলটি যদি কোনো একটি আসনে জয়ী নাও হয় তবুও তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি, আমরা পিআর পদ্ধতি কোনোমতেই মেনে নেব না। কারণ পিআর পদ্ধতিতে এই দেশের মানুষ ইউজড টু (অভ্যস্ত) না। এটি তারা বোঝেও না, তারা ঠিকমতো জানেও না।’
‘আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। আর পিআর পদ্ধতি তো আমরা ইউজড টু না কোনোদিন। এটার প্রশ্নই উঠতে পারে না।’
দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।’
এসময় ডাকসু নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সন্দুরভাবে এই নির্বাচন সম্পন্ন হোক এটাই প্রত্যাশা।