পাহাড়ে ‘ভ্রমণ সতর্কতা’ জারি করল যুক্তরাষ্ট্র

টাইমস রিপোর্ট
2 Min Read
প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর পার্বত্য চট্টগ্রাম। ছবি: উইকিপিডিয়া
Highlights
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন পাহাড়ি শিক্ষার্থী  ‘বৈসাবি’ উৎসবে বেড়াতে গিয়ে গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়িতে একটি সশস্ত্র গ্রুপ কর্তৃক অপহৃত হওয়ার প্রেক্ষাপটে পাহাড়ে ওই 'ভ্রমণ সতর্কতা' জারি করল যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে ভ্রমণ নিয়ে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিশেষকরে পার্বত্য চট্টগ্রাম— রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেখানে মার্কিন নাগরিকদের জন্য ‘ভ্রমণ সতর্কতা’ জারি করেছে দেশটি।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েব সাইটে এই সতর্কতা জারি করে বলা হয়, ‘পার্বত্যাঞ্চলে সহিংসতা, অপহরণ, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বেড়ে যাওয়ায় সেখানে মার্কিন নাগরিকদের জন্য ‘ভ্রমণ নিষেধ’ সতর্কতা বলবৎ রয়েছে। গত কয়েক মাসে সেখানে সংখ্যালঘুদের অপহরণ ও বোমা বিস্ফোরণের মত ঘটনাও ঘটেছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন পাহাড়ি শিক্ষার্থী  ‘বৈসাবি’ উৎসবে বেড়াতে গিয়ে গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়িতে একটি সশস্ত্র গ্রুপ কর্তৃক অপহৃত হওয়ার প্রেক্ষাপটে পাহাড়ে ওই ‘ভ্রমণ সতর্কতা’ জারি করল যুক্তরাষ্ট্র।

মার্কিন সতর্ক বার্তায় আরো বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো শহরগুলোতেও ব্যস্ত এলাকায় চুরি, ছিনতাইসহ ছোটখাটো অপরাধের ঝুঁকি রয়েছে। এসব সন্ত্রাসে যদিও বিদেশিরা সরাসরি লক্ষ্যবস্তু নন, তবু মার্কিন নাগরিকদের সর্বক্ষণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া এতে ‘রাজনৈতিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি’র কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফর পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘সম্প্রতি একটি পর্যায়ক্রমিক পর্যালোচনার ভিত্তিতে ওই ভ্রমণ সতর্কতা পুনরায় জারি করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে আপাত শান্ত পরিস্থিতি বিরাজ করলেও নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি।’

‘বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি বা জনসমাগমকে কেন্দ্র করে হঠাৎ করেই বিক্ষোভ বা অস্থিরতা সৃষ্টি হতে পারে। এসব কর্মসূচি প্রাথমিকভাবে শান্তিপূর্ণ হলেও দ্রুত সহিংস হয়ে উঠতে পারে।’

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বার্তায় জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে নিযুক্ত মার্কিন কর্মকর্তারা কড়া নিয়ন্ত্রণের মধ্যে রয়েছেন। তাদের ঢাকার কূটনৈতিক এলাকার বাইরে অপ্রয়োজনীয় যাতায়াত নিষিদ্ধের পাশাপাশি রাজধানীর বাইরে যে কোনো ভ্রমণের জন্য বিশেষ অনুমতি নিতে হচ্ছে। তবে সিলেট ও কক্সবাজারে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের কিছুটা ছাড় রয়েছে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *