পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

টাইমস স্পোর্টস
2 Min Read
বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানে দলের সঙ্গে যাচ্ছেন না নাহিদ রানা। ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরের আগে বড়সড় এক চমকই অপেক্ষা করছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য। নিশ্চিত হওয়া গেছে, জাতীয় দলের তিন সদস্য — পেসার নাহিদ রানা, ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কাইলি — আসন্ন পাকিস্তান সিরিজে দলের সঙ্গে থাকছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নজমুল আবেদিন ফাহিম।

সফরের পটভূমিতে রয়েছে দিনকে দিন বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগ এবং ভারত-পাকিস্তানের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার ও স্টাফ নিরাপত্তার কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন। ফলে বাংলাদেশের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।

“বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ তিনজন পাকিস্তানে দলের সঙ্গে যাচ্ছেন না,” বলেন ফাহিম। তবে এর বাইরে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি।

নাহিদ রানা সম্প্রতি বাংলাদেশের সীমিত ওভারের দলে নিয়মিত মুখ হয়ে উঠছিলেন। তরুণ এই গতিময় পেসারকে নিয়ে ছিল নির্বাচকদের আগ্রহও। অন্যদিকে, পামেন্ট ও কাইলি দীর্ঘদিন ধরে দলের ব্যাকরুম স্টাফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন — খেলোয়াড়দের দক্ষতা ও শারীরিক সক্ষমতা বাড়াতে ছিলেন সামনে থেকে নেতৃত্বে।

তবে ফাহিমের বক্তব্য ছাড়া বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবু ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বসতর্কতামূলক পদক্ষেপ — বর্তমান নিরাপত্তা বিশ্লেষণ ও আঞ্চলিক অস্থিরতার বাস্তবতায় এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে সফরসূচি নির্ধারণে বরাবরই থেকে গেছে নানা জটিলতা। নিরাপত্তা ছিল এবং এখনো আছে প্রধান চ্যালেঞ্জ হিসেবে। এই সিদ্ধান্ত তাই শুধুই ব্যক্তিগত নয়, বরং বড় এক বার্তাও বটে — এখনো পাকিস্তান সফর নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে অনেক দেশেরই মনে।

তবে এখন পর্যন্ত সিরিজ সূচিতে কোনো পরিবর্তন আসেনি। পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের মূল স্কোয়াড ও কোচিং স্টাফের বাকি সদস্যরা সফরে থাকছেন বলে ধারণা করা হচ্ছে।

এ সফর কেবল মাঠের লড়াই নয়, পর্দার আড়ালেও চলবে আলোচনা — ক্রিকেট আর কূটনীতির সূক্ষ্ম টানাপোড়েনে এই সিরিজ যে বহন করছে আরও গভীর বার্তা, তা আর বলার অপেক্ষা রাখে না।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *