পর্যটকবাহী নৌকা পুড়ল টাঙ্গুয়ার হাওরে

টাইমস রিপোর্ট
1 Min Read
আগুনে পুড়ে গেছে 'রাহাবার' নামের হাউসবোট। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটকবাহী হাউসবোট আগুনে পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা নেই।

শুক্রবার রাত ৮টার দিকে এ আগুনের ঘটনা বলে জানান স্থানীয়রা। ‘রাহাবার’ নামের হাউসবোটটির মালিক ঢাকার এক ব্যবসায়ী।

জানা গেছে, দুর্ঘটনার সময় হাউসবোটে ১৩ জন পর্যটক ছিলেন, তবে তারা স্থানীয়দের সহায়তায় নিরাপদে নৌকাটি থেকে নেমে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘নৌকায় ১৩ জন পর্যটক ছিলেন। রাত ৮টার দিকে জেনারেটর থেকে আগুন লেগেছে বলে শুনেছি। তা ইঞ্জিন রুমের ফুয়েল ট্যাংকে ছড়িয়ে পড়ে। পরে ফুয়েল ট্যাংকের আগুনে রান্নার রুমের সিলিন্ডার ফেটে গিয়ে পুরো হাউসবোটের স্টিলের অংশ ছাড়া সব কিছু পুড়ে যায়।’

অগ্নিকাণ্ডের শুরুতেই পর্যটকরা নিরাপদে নৌকা থেকে নেমে আসেন এবং স্থানীয়রা আগুন নেভান বলে জানান ইয়াকুব।

জানা যায়, নৌকাটি সুনামগঞ্জ থেকে পর্যটকের ট্রিপ নিয়ে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, যাদুকাটা নদীসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরেছে দিনভর। সন্ধ্যায় উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকায় নীলাদ্রি লেকে নৌকাটি নোঙর করে। বোটের বাবুর্চি রাতের খাবার তৈরি করার সময় এ আগুনের সূত্রপাত হয়।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আবির দাস বলেন, ‘রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *