পঞ্চগড় সদর উপজেলায় দেড় বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার ভুক্তভোগী নারী পঞ্চগড় সদর থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন—জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) ও সাদেকুল ইসলাম (২৮)।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিনমাইল এলাকার একটি চা-বাগান থেকে অচেতন অবস্থায় ওই নারী ও তার শিশু সন্তানকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী জানান, ছেলের ডায়রিয়া হওয়ায় তিনি বোদা থেকে বাবার বাড়ি ফিরছিলেন। পথে এক পরিচিত অটোরিকশাচালকের ডাকে গাড়ি থেকে নামলে ৬ জন যুবক তাকে জোরপূর্বক চা-বাগানে নিয়ে যায়। ছেলের গলায় ছুরি ধরে তাকে চুপ রাখতে বাধ্য করা হয়।
তিনি বলেন, ‘আমি চারজনকে চিনতে পেরেছি। তারা চলে যাওয়ার সময় আমার মুখে কিছু স্প্রে করে অচেতন করে দেয়।’
হাসপাতালের চিকিৎসক আব্দুল কাশেম জানান, শারীরিক নির্যাতনের আলামত মিলেছে, ভুক্তভোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল।
সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, ভুক্তভোগী ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দিলেও চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।