সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় ছিনিয়ে নেওয়ার পর আজ ছিল বাংলাদেশ দলের রিকভারি সেশন। কাল রাতের সেই রোমাঞ্চকর ৩-২ গোলে জয়ের রেশ যেন এখনো কাটেনি টাইগ্রেসদের মধ্যে। তবে ফুরসত নেই, কারণ সামনে আরও চারটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে।
আজ সকালে রিকভারি সেশন শেষে গণমাধ্যমে কথা বলেন দলের অধিনায়ক আফঈদা খন্দকার। জয় নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আফঈদা বলেন,
“নেপালের সাথে ম্যাচটা জিতেছি আল্লাহর রহমতে। আমরা যেটা চাইছিলাম, সেটাই হয়েছে। আজকে আমরা সবাই রিকভারি করছি, একটু এনজয় করছি। আগামীকালের ম্যাচ নিয়ে আমাদের বস প্ল্যান বলবেন, ইনশাআল্লাহ আমরা সেভাবেই চেষ্টা করব।”

চলমান চ্যাম্পিয়নশিপে দলের অবস্থা সম্পর্কে আশাবাদী আফঈদা আরও বলেন,
“দলের পরিস্থিতি বেশ ভালই। তবে খেলতে গেলে টুকটাক ইনজুরি হতেই পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। সব মিলিয়ে বললে দলের অবস্থাকে ভালই বলা যায়।”
এদিকে, হাই ইন্টেনসিটির ম্যাচ খেলে পরের দিন খেলোয়াড়দের শারীরিক অবস্থার খোঁজ জানতে চাইলে উত্তর দেন দলের ম্যানেজার মাহমুদা আক্তার। তিনি জানান,
“আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আজকের রিকভারি সেশনে ছিল জিমে ওয়ার্কআউট আর পুলে সুইমিং। ছোটখাটো ইনজুরি থাকলেও টিম ফিজিও সেগুলো দেখে নিচ্ছেন।”
সামনের লক্ষ্য নিয়ে তিনি বলেন,
“আমাদের লক্ষ্য ভালো কিছু করা, তবে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সামনে চারটি ম্যাচ রয়েছে, প্রতিটি ম্যাচই সমান গুরুত্বের সঙ্গে খেলতে চাই। আমরা ভাল কিছুর আশায় আছি।”
নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে তৃষ্ণারানীর গোল দলকে যেমন জয়ের আনন্দে ভাসিয়েছে, তেমনি টিম ম্যানেজমেন্টের চিন্তা এখন পরবর্তী ম্যাচ ঘিরেই। সামনে যারা আসছে, তাদের জন্য প্রস্তুতি নিচ্ছে মেয়েরা। পরিকল্পনা পরিষ্কার—একটা একটা করে ম্যাচ ধরে এগিয়ে যাওয়া।