নুরের ওপর হামলা পরিকল্পিত: রিজভী

টাইমস ন্যাশনাল
1 Min Read
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বিএনপির মিডিয়া সেল

গণঅধিকার সভাপতি নুরুল হক নুরের ওপর পরিকল্পিতভাবে টার্গেট করে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘নুরের ওপর বিভৎস আক্রমণ করা হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে ও টার্গেট করে তাকে আঘাত করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল নুরকে মেরে ফেলা। তার শরীরের আঘাতগুলো একটু ডানে-বামে লাগলে মৃত্যু অনিবার্য ছিল।’

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এর আগে নুরের ওপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গেছে সেখানেই ফ্যাসিবাদী সরকারের শিকার হতে হয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’

‘শুক্রবার নুর সেখানে কোনো সহিংসতা করেননি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমণ করা হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানাভাবে বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত আছেন কি না জানি না। তারা আজকে বাংলাদেশের রাজনীতির কথা বলছে, অবাক কাণ্ড। যে লোক নির্বাচনের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে, রাজনীতির কথা বলে কীভাবে। তারা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছেন,’ যোগ করেন তিনি।

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির সঙ্গে বিএনপি একমত কি না–সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলেও জানান এই নেতা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *