নাঈম হাসানের বলে লেগ স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ছেন দীনেশ চান্দিমাল। বাংলাদেশো খানিকটা হাঁফ ছেড়ে বাঁচল পাথুম নিসাঙ্কার সাথে তার ১৫৭ রানের বড় জুটিটা ভাঙাতে। চার নম্বরে তখন ব্যাট করতে এলেন গলে নিজের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস। যাকে বিদায় দিতে বেশ কিছু আয়োজনও করেছে লংকান বোর্ড। মাঠে আসতেই বাংলাদেশ দল দুই সারিতে দাঁড়িয়ে গেল, তাকে গার্ড অফ অনার দিতে। এর আগের উল্লেখযোগ্য ঘটনা ওপেনার নিসাঙ্কার সেঞ্চুরি। বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে গল টেস্টের তৃতীয় দিন চা বিরতি পর্যন্ত শ্রীলংকা করেছে ২ উইকেটে ২৩৩। এখনও পিছিয়ে আছে ২৬২ রানে।
গলের এই উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই নেই, প্রমাণ মিলল শ্রীলংকার প্রথম ইনিংসেও। প্রথম সেশনে শ্রীলংকা ২৭ ওভার ব্যাট করে তিনের বেশি ওভারপ্রতি রান রেটে তুলেছে ১০০। দ্বিতীয় সেশনে রান রেট আরো বেশি। ৩৩ ওভারে এক উইকেট হারিয়ে তুলেছে ১৩৩। অর্থাৎ ওভারপ্রতি ৪.০৩ করে রান তুলেছেন লংকান ব্যাটাররা।
ব্যাটিংস্বর্গে বাংলাদেশ আজ প্রথম সাফল্য পেয়েছে তাইজুল ইসলামের হাত ধরে। দলীয় ৪৭ রানে অভিষিক্ত লাহিরু উদারা ফিরতি ক্যাচ দেন তাইজুলের হাতে। এরপর ১৫৭ রানের বড় একটা জুটিতে পাল্টা জবাব দেন নিসাঙ্কা-চান্দিমাল জুটি। এই জুটির পথেই নিজের তৃতীয় টেসট সেঞ্চুরি পেয়েছেন নিসাঙ্কা। ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি এটি এই ডানহাতি ওপেনারের। চা বিরতিতে গিয়েছেন ১৭৯ বলে ১৬ চার ও এক ছক্কায় ১২৬ রানে অপরাজিত থেকে। চান্দিমালের ব্যাট থেকে এসেছে ৫৪ রানের ইনিংস। বিদায়ী টেস্ট খেলতে নামা ম্যাথুস ৩০ বলে ২১ রানে অপরাজিত।