বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি ‘খুশি’। বৃহস্পতিবার বিকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ‘রোডম্যাপ ঘোষণা হয়েছে এবং আমরা এতে আশাবাদী। এ রোডম্যাপ থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে। মূলত আমরা খুশি, উই আর হ্যাপি।’
এ রোডম্যাপ জনগণের জন্য সুসংবাদ কি না, এমন প্রশ্নে মির্জা ফখরুল সোজাসাপ্টা উত্তর দেন, ‘জি।‘
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। আগের দিন, এ রোডম্যাপ অনুমোদন দেয় কমিশনের চেয়ারম্যান এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন দল। এতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচন কমিশনের রোডম্যাপে রয়েছে মতবিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা এবং আন্তমন্ত্রণালয় বৈঠকের কর্মপরিকল্পনা।
এদিকে, রোডম্যাপের ঘোষণাকে ‘সুসংবাদ’ হিসেবে দেখছেন বিএনপির আরও এক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রোডম্যাপ এসেছে…এটা সুসংবাদ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমি টেক্সট পাঠিয়েছি, আমি দেখলাম, নির্বাচন রোডম্যাপ।‘
তিনি আরও বলেন, ‘মানুষ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটি নির্বাচিত সরকার আসবে। সংসদ প্রতিষ্ঠা হবে, যেটি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি হবে।‘
আমির খসরু বলেন, ‘আমি মনে করি, জনগণ তাদের সিদ্ধান্ত নিতে শুরু করেছে, যা তারা এখন পর্যন্ত স্থগিত রেখেছিল। নির্বাচনের পরে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং ইনশাআল্লাহ, গুড স্কিল ডেভেলপমেন্ট হবে।’