নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে: আসিফ নজরুল

টাইমস রিপোর্ট
3 Min Read
বাংলাদেশ জাতীয় জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: বাসস
Highlights
  • শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা দিয়ে বিচার প্রক্রিয়া ব্যাহত করতে চায়

আসন্ন নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (০৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ (জুলাই আপরাইজিং)’-এর প্রিমিয়ার প্রদর্শনী উপলক্ষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এ প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।

আসিফ নজরুল বলেন, ‘আজ বিচার নিয়ে নানা প্রশ্ন উঠছে। আমি নিশ্চিত করে বলতে পারি, বিচারব্যবস্থা এখন পূর্ণ গতিতে চলছে। আমরা একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই। জনগণকে বলতে চাই-হতাশ হওয়ার কিছু নেই। আমরা যখন সরকারের দায়িত্ব নিই, তখনই প্রতিজ্ঞা ছিল, বিচার করবো, সংস্কার আনবো, শহীদদের পুনর্বাসন করবো এবং অবাধ নির্বাচন নিশ্চিত করবো।’

তিনি অভিযোগ করেন, ‘শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা দিয়ে বিচার প্রক্রিয়া ব্যাহত করতে চায়। তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য তদন্ত ব্যবস্থাকে বিপথে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা চাই সর্বোচ্চ মানের নিরপেক্ষ বিচার।’

আসিফ নজরুল বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের ‘জুলাই’ কখনও হারিয়ে যাবে না। শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, সেই দায় আমরা পালন করবো।’

অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশে গুম, খুন, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। এই দীর্ঘ দুঃসময়ের পর আমরা ফ্যাসিস্টদের উৎখাত করেছি। এখন দরকার শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগকে ইতিহাসে প্রতিষ্ঠা করা।’

তিনি বলেন, ‘শুধু জুলাই মাস নয়, প্রতিমাসেই আমরা শহীদদের স্মরণ করবো। কারণ, এই লড়াই এক-দুই বছরের নয়, এটি বহু দশকের সংগ্রাম।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘জুলাইয়ের আন্দোলন মাত্র ৩৬ দিনের নয়, এটি ৫৪ বছরের আন্দোলনের ধারাবাহিকতা। বাংলাদেশ স্বাধীন হলেও রাষ্ট্রের প্রকৃত স্বাধীনতা বেশিদিন টেকেনি।’

তিনি আরও বলেন, ‘আমি বহু শহীদ পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা শুধু একটি কথা বলেন—‘আমরা আর কারও অধীনে থাকতে চাই না।’ এই চেতনাই ছিল জুলাইয়ের আন্দোলনের মূলমন্ত্র।’

গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চায়। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন আর এমন দুঃসময়ের মুখোমুখি না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।’

অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন বলেন, ‘এক বছর হয়ে গেলেও আমার ছেলের বিচার হয়নি। আমরা দ্রুত বিচার চাই, যাতে শহীদদের আত্মা শান্তি পায়।’

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকবৃন্দ।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্যচিত্রটি প্রযোজনা করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *