নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সমালোচনায় এনসিপি

টাইমস রিপোর্ট
2 Min Read
রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: টাইমস

জুলাই সনদ চূড়ান্ত না হওয়ার আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পূর্বে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না করলে ভবিষ্যতে এটি নতুন সংকট সৃষ্টি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের নেতারা।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পর জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কারের। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছিল, এবং এনসিপি তাদের মতামতও তুলে ধরেছিল। কিন্তু জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ছিল না, যা আমাদের হতাশ করেছে।’

তিনি আরও বলেন, ‘যথাসময়ে জাতীয় সনদ বাস্তবায়ন না করে নির্বাচন রোডম্যাপ ঘোষণা একপক্ষীয় সিদ্ধান্তের মতো মনে হচ্ছে। আমরা বিশ্বাস করেছিলাম, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে সংস্কার নিয়ে যথেষ্ট অগ্রগতি অর্জিত হবে, যা হয়নি।’

এনসিপির এই নেতা জানান, তারা নির্বাচনবিরোধী নয়, বরং তারা চান যে, নির্বাচনের আগে সনদটির আইনি ভিত্তি স্থাপন করা হোক, যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন হতে পারে। তবে, নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি সনদ বাস্তবায়নের বিষয়টি স্পষ্ট না করা হলে ভবিষ্যতে রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে, যা সরকারকে মোকাবেলা করতে হবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুসফিকুস সালেহীন বলেন, ‘নির্বাচন বাংলাদেশের জন্য অপরিহার্য, কিন্তু তার আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া জরুরি।’

এনসিপি নেতারা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের মূল দাবির প্রতি শ্রদ্ধা রেখে তারা ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ২৭টি উপজেলায় ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক কর্মসূচি পালন করবে এনসিপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, জয়নাল আবেদীন শিশির, আতাউল্লাহ, ফরিদুল হক খান, মোহাম্মদ মোরসালীন, রফিকুল ইসলাম, নাহিদ উদ্দিন, আকরাম হুসাইন প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *