নাশকতাকারীদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাধা আর্জেন্টিনার

টাইমস স্পোর্টস
2 Min Read
আর্জেন্টিনা ফুটবলের পাগলাটে একদল সমর্থক। ছবিঃ গেটিইমেজ

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ যুক্তরাষ্ট্রে আয়োজিত আসন্ন ক্লাব বিশ্বকাপকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের বুয়েনস আইরেস দূতাবাসে ১৫,০০০–এর বেশি সহিংস ফুটবল সমর্থকের একটি তালিকা জমা দিয়েছেন, যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ।

চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বসবে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর, যেখানে আর্জেন্টিনার দুই ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নিচ্ছে।

মন্ত্রী বুলরিচ বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব ব্যক্তি আর্জেন্টিনায় ফুটবল ম্যাচ চলাকালীন সহিংসতা বা অপরাধে জড়িয়েছেন, তাঁদের যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে ঢোকার কোনো সুযোগ থাকবে না।”

এই তালিকা তৈরি করা হয়েছে ‘ত্রিবুনা সেগুরা’  বা ‘নিরাপদ গ্যালারি’ নামের একটি জাতীয় প্রোগ্রামের মাধ্যমে, যেখানে ম্যাচের আগে দর্শকদের অপরাধমূলক রেকর্ড যাচাই করা হয়। বুলরিচ জানান, এই প্রকল্পের আওতায় ১,৩০০–এর বেশি ম্যাচে চার মিলিয়নেরও বেশি মানুষকে স্ক্রিনিং করা হয়েছে, যার ফলস্বরূপ ১,১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ৪০ জনের ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বোকা জুনিয়র্স খেলবে ‘গ্রুপ সি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ওসিয়ানিয়া চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটি এবং পর্তুগালের বেনফিকা। অপরদিকে রিভার প্লেট ‘গ্রুপ ই’-তে মুখোমুখি হবে উরাওয়া রেড ডায়মন্ডস, মেক্সিকোর মোনতেরে এবং ইতালির ইন্টার মিলানের।

এই নজিরবিহীন পদক্ষেপে আর্জেন্টিনার লক্ষ্য একটাই—দেশীয় মাঠের কুখ্যাত ‘বাররাস ব্রাভাস’ হুলিগান সংস্কৃতি যেন বিদেশে গড়ায় না। আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি সুরক্ষিত রাখতেই এই আগাম সতর্কতা।

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ হবে প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে, ফিফা বিশ্বকাপের আদলে। এ ছাড়া প্রথমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করছে যুক্তরাষ্ট্র—যা ২০২৬ বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথ আয়োজক) আগে একটি বড় প্রস্তুতিমূলক পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে।

সুরক্ষা নিশ্চিতে আসন্ন সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনার নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আশা করা হচ্ছে। লক্ষ্য একটাই—একটি নিরাপদ, সহিংসতামুক্ত টুর্নামেন্ট উপহার দেওয়া।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *