চট্টগ্রামে টানা বৃষ্টির মধ্যে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ১০ মিনিটে নগরীর চাক্তাই চামড়ার গুদাম এলাকার খাল থেকে শেহেরিজ নামের সাত মাস বয়সী কনা শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সকালবেলায় খালে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।’
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চকবাজার থানার কাপাসগোলা ব্রিজ এলাকায় খোলা নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়। সে সময় তার মা ও নানি তাকে নিয়ে ব্যাটারি চালিত রিকশায় করে বাসায় ফিরছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই বৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন সড়কে রিকশাটি রাস্তার পাশে নালায় পড়ে যায়।
শিশুটি ছিটকে পড়ে গেলেও মা শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু প্রবল স্রোতে শিশুটি নালার পানিতে ভেসে যায়।
শিশুটির মা ও নানিকে স্থানীয়রা উদ্ধার করলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে খুঁজে পেতে রাতভর কাজ করেন। অবশেষে সকালে কাপাসগোলা এলাকা থেকে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরের খাল থেকে মরহেদ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
এরআগেও চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতায় নালায় পড়ে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।