ঈদে মিল্লাদুন্নবীর ছুটির দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতী গার্মেন্টস শ্রমিকরা। এতে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদির জিলানী জানান, খবর পেয়ে সোনারগাঁ থানা ও কাচঁপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার সকালের দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিপুরদী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, ঈদে মিল্লাদুন্নবীর ছুটি না দেওয়ার কারণে প্রায় ৭০০-৮০০ শ্রমিক সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পুলিশের সহায়তায় গার্মেন্টস কর্তৃপক্ষ ছুটির দাবি মেনে নিলে তারা মহাসড়ক থেকে সরে যান।
স্থানীয়রা জানান, টিপুরদী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী এবং চালকরা। পরে পুলিশ ও চৈতী গার্মেন্টসের জিএম এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন।
চৈতী গার্মেন্টসের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘ঈদে মিল্লাদুন্নবীর ছুটি কারখানার তালিকায় নেই। তবুও শ্রমিকরা অন্যায়ভাবে দাবি করে মহাসড়ক অবরোধ করেন। পরে তাদের ছুটি মেনে নেওয়া হয়েছে।’