নায়িকার একহাতে গোলাপের তোড়া, আরেক হাতে কুড়াল!

টাইমস রিপোর্ট
2 Min Read
‘ইনসাফ’ ছবির পোস্টারে তাসনিয়া ফারিণ । ছবি: তিতাস কথচিত্র

একহাতে নানান রঙের গোলাপের তোড়া আগলে রেখেছেন। অন্য হাতে রক্তের দাগ লেগে থাকা কুড়াল। অবিচল দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন তিনি। পায়ে উঁচু হিল। ‘ইনসাফ’ নামের একটি চলচ্চিত্রের পোস্টারে এভাবেই ধরা দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় ছবিটি নিয়ে হাজির হচ্ছেন তিনি।

‘ইনসাফ’ পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোস্টারটি উন্মোচন করে তিনি লিখেছেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’

নাচ, গান ও অ্যাকশনে মোড়ানো মসলাদার বাণিজ্যিক চলচ্চিত্রে এবারই প্রথম অভিনয় করলেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে দুই বাংলায় পৃথক দুটি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। এরমধ্যে পশ্চিমবঙ্গে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি।

তাসনিয়া ফারিণ । ছবি: ইনস্টাগ্রাম

২০২৪ সালে মুক্তি পেয়েছে ধ্রুব হাসান পরিচালিত তাসনিয়া ফরিণের প্রথম বাংলদেশি ছবি ‘ফাতিমা’। ছবিটিতে নাম ভূমিকায় দারুণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছেন এই তারকা।

‘ইনসাফ’ ছবির দৃশ্যে মোশাররফ করিম ও শরিফুল রাজ । ছবি: তিতাস কথচিত্র

তিতাস কথাচিত্র প্রযোজিত ‘ইনসাফ’ ছবিতে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। এতে অন্যরকম একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। তাদের চরিত্রের লুক নিয়ে এর আগে পৃথক দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। এতে আভাস মিলেছে, গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

সঞ্জয় সমদ্দার । ছবি: ফেসবুক

সঞ্জয় সমদ্দার এর আগে ওপার বাংলার সুপারস্টার জিতের অভিনয় ও প্রযোজনায় ‘মানুষ’ পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নিজের দেশে ‘ইনসাফ’ হচ্ছে বড় পর্দার জন্য তার প্রথম পরিচালনা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *