নাফ নদী থেকে আরও ১১ জেলে অপহৃত

টাইমস রিপোর্ট
1 Min Read

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও জেলে অপহরণের ঘটনা ঘটেছে। এই দফায় মাছ ধরার ট্রলারসহ আরও ১১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মির’ বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে এদের অপহরণ করা হয়। এই ১১ জনের মধ্যে পাঁচ জন বাংলাদেশি এবং ছয় জন রোহিঙ্গা নাগরিক।

এ নিয়ে টানা চার দিনে ৪৪ জেলে অপহরণের শিকার হলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি স্পিডবোটে এসে অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জেলেকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে গেছে।’

শাহপরীর দ্বীপ জেটিঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি জানান, জেলেরা মাছ ধরে ফেরার সময় তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, ‘এর আগেও আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। এখনো তাদের ছেড়ে দেয়নি। এই ঘটনায় জেলেদের মধ্যে আতংক বিরাজ করছে।’

চলতি মাসে টেকনাফের নাফ নদী থেকে ৫৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। এখনও তাদের কাউকেই ছেড়ে দেওয়া হয়নি। ফলে এসব পরিবারগুলো রয়েছে উৎকণ্ঠার মধ্যে।

তবে অপহৃত জেলেদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *