নাটোরের নলডাঙায় মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা রেল লাইনে শিকল পেঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাধনগর রেল স্টেশনের দক্ষিনপাশের রেল লাইনে রোববার রাত ১১টার দিকে শিকল পেঁচিয়ে তালা দেওয়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে নলডাঙ্গা থানা পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে খবর দেন তারা। রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকলটি কেটে রেললাইনটি চলাচলের উপযোগী করেন।
থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে আত্রাই থেকে মিস্ত্রি এনে শিকলটি কেটে দেওয়া হয়।
পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা রেল লাইনে শিকল দিয়ে তালা লাগিয়েছিল।