শ্রীলংকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে যেখানে, টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ক্যান্ডির সেই পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরেছেন লিটন দাস। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
এই ম্যাচ দিয়ে দীর্ঘ তিন বছর পর টি-টোয়েন্টিতে ফিরলেন নাঈম শেখ। সর্বশেষ ২০২২ সালে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। এক বছরের বেশি অপেক্ষার পর একাদশে ফেরানো হয়েছে সাইফউদ্দিনকে। ২০২৪ সালের মে মাসে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টিতে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও জেতেনি বাংলাদেশ। আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারার পর ৩-০’তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান সফরে। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার সুযোগ আছে প্রতিপক্ষ শ্রীলংকার কাছে। অবশ্য তাদের বিপক্ষে সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টির দুটিতে জিতেছে বাংলাদেশ। তবে হেড টু হেডে এগিয়ে লংকানরা। ১৭ ম্যাচের ১১টিই জিতেছে তারা, বাংলাদেশের জয় ৬টিতে।
বাংলাদেশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলংকা: পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, জেফ্রে ভ্যান্ডারসে, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।