ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে চলমান আন্দোলনকে ‘গায়ের জোরে দখলচেষ্টা’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার বিকালে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নগর ভবনের সামনে তালা ঝুলিয়ে আন্দোলন করে বিএনপি আসলে আদালতের রায়কে ভুলভাবে ব্যাখ্যা করছে এবং জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।’
তিনি জানান, ইশরাকের শপথ না হওয়া প্রসঙ্গে অন্তত ১০টি আইনগত ও প্রশাসনিক জটিলতা রয়েছে, যার সমাধান ছাড়া দায়িত্ব গ্রহণ সম্ভব নয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ‘বিষয়গুলো সুরাহা না করে শুধু রাজনৈতিক চাপ তৈরি করতেই নগর ভবন বন্ধ করে রাখা হয়েছে।’
পোস্টে তিনি বলেন, ‘হাইকোর্টের একটি রায় লঙ্ঘন করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় দিয়েছে। এছাড়া কমিশনের একপাক্ষিক সিদ্ধান্ত, রাত ১০টায় গেজেট প্রকাশ, স্থানীয় সরকার বিভাগকে মামলায় অন্তর্ভুক্ত না করা, এবং এখনো বিচারাধীন রিট।’
তিনি আরও বলেন, ‘মেয়রের মেয়াদ এবং দায়িত্বকাল স্পষ্ট নয়। বরিশাল সিটি করপোরেশনের এক মামলায় ভিন্ন রায় হওয়ায় ট্রাইব্যুনালের অবস্থানও প্রশ্নবিদ্ধ।’
উপদেষ্টা মন্তব্য করেন, ‘আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলো বৈধ বলে মেনে নিলে এ সমস্যাগুলোর অবসান ঘটত।’ এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।