রাজধানীর ধানমন্ডিতে মারিয়া আক্তার (১২) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহকর্ত্রী নাসরিন সুলতানা জানান, তিন মাস ধরে তার বাসায় কাজ করছিল মারিয়া। দুপুরে তিনি বাজারে গেলে বাসায় একাই ছিল মেয়েটি। বেলা ৩টার দিকে ফিরে দরজা বন্ধ অবস্থায় পান।
‘পরে বিকল্প চাবি দিয়ে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মারিয়াকে দেখতে পান। দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই,’ যোগ করেন তিনি।
মারিয়ার নানি বকুল বেগম জানান, তারা রায়েরবাজার এলাকায় থাকেন। গৃহকর্ত্রীর মাধ্যমে খবর পেয়ে তিনি হাসপাতালে এসে মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের গলায় দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে ধানমন্ডি থানা।’