‘ধর্ষণ মামলার বাদী’ সেই নারীকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উভয় পক্ষের দুইজন করে চারজন স্বাক্ষী বিয়েতে উপস্থিত ছিলেন।
ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, আদালতের অনুমতির ভিত্তিতে ওই বিয়ের আয়োজন হয়। নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ অনুমতি দেন।
পুলিশ কর্মকর্তা ও নোবেলের আইনজীবী জানান, বাদী আদালতে উপস্থিত ছিলেন এবং সম্মতিও দেন। বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে বিয়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত। এরই পরিপ্রেক্ষিতে ওই বিয়ের আয়োজন করা হয়।
নোবেল বর্তমানে ‘ধর্ষণ মামলায়’ কারাবন্দি। ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, বাদী নারীকে ‘সাত মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন’ করেন নোবেল। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ আছে।
ডেমরা থানার তদন্তে জানা যায়, ২০১৮ সালে ফেসবুকে তাদের পরিচয় হয়। অভিযোগ, একপর্যায়ে ডেমরার একটি বাসায় নোবেল ওই নারীকে ধর্ষণ করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা হয়।
একসময় সারেগামাপা খ্যাত এই শিল্পীর বিরুদ্ধে এর আগেও নানা বিতর্ক উঠেছে, যা তার ক্যারিয়ারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে।