দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৪৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
সবচেয়ে বেশি আক্রান্তের হার চট্টগ্রামে এবং সেখানেই মারা গেছেন একজন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৫ জন। তাদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৫ শতাংশ নারী।
এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৮ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।
অন্যদিকে, দেশে করোনাভাইরাস সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এই মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য সেবা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৭ জনে।
দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ২৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩১ জনের।