দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন। তারা সবাই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। সেখানে ২৪ ঘণ্টায় নতুন করে ১১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০২ জন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬০ জন। তাদের মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪৮ দশমিক ৩ শতাংশ নারী বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বছর ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত সারাদেশে মোট ১৬ হাজার ২৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।